শিশু অধিকার নিয়ে কাজ করে বিশ্বে আলোচিত যে বাংলাদেশি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ১১:৪৪ এএম

আরিফ রহমান শিবলী
সালটা ১৯৮৯ জাতিসংঘ শিশুদের জন্য পাস করে বিশেষ সনদ, যেটি বিশ্বব্যাপী ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড নামে পরিচিত। এই আন্তর্জাতিক শিশু সনদে বাংলাদেশ ১৯৯২ সালে স্বাক্ষর করে। তবে! ২০১৪ সাল থেকে একজন বাংলাদেশি তরুণের হাত ধরে শিশু অধিকার অনেকদূর প্রসারিত হয়।
ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নের আন্তর্জাতিক প্লাটফর্ম ‘চাইল্ড মেসেজ’ এর নির্বাহী পরিচালক হিসেবে এই তরুণ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিশু অধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক ১৬১টি কনফারেন্সে নেতৃত্ব দিয়েছেন লাল সবুজের পতাকা বহনকারী হিসেবে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা সরকারসহ ৩৪টি দেশের সরকারের আমন্ত্রণে অংশ নিয়েছেন শিশু অধিকার সংক্রান্ত কনফারেন্স এই বাংলাদেশের আরিফ।
২০২০ সালে জাতিসংঘ ৭৫ পোস্টারে স্থান পেয়েছে এই বাংলাদেশির ছবি। পেয়েছেন ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্মাননা।
এই বাংলাদেশীর হাত ধরে দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’ ভার্চুয়াল আয়োজনে অংশ নিয়েছেন ৩৫ জন এমপিসহ প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক ইলাহীও। যেটি প্রশংসা পেয়েছে পুলিশ সদর দপ্তরসহ সর্বমহলে।
যে অনন্য আয়োজন ইউনিসেফ সাউথ এশিয়া প্রশংসা পেয়েছে ইতিমধ্যে।
ভোরের কাগজের মুখোমুখি হয়ে এই তরুণ জানান, বাংলাদেশ সরকার প্রধানের শিশু বিষয়ক উপদেষ্টা হওয়ার স্বপ্ন বুনেন ভবিষ্যতে লাল সবুজের পতাকা বহনকারী আরিফ রহমান শিবলী। জানালেন এই প্রতিবেদককে, ‘চাইল্ড মেসেজ’ স্পন্সর হতে আগ্রহী এখন বিদেশী বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ীরা।