লাইফ সাপোর্টে পঙ্কজ ভট্টাচার্য

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১০:২৭ পিএম

পঙ্কজ ভট্টাচার্য। ফাইল ছবি
শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় লাইক সাপোর্টে রাখা হয়েছে গুরুতর অসুস্থ প্রবীণ রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যকে। রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পঙ্কজ ভট্টাচার্যের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পঙ্কজ ভট্টাচার্যের শ্যালিকা বহ্নিশিখা দাশ পুরকায়স্থ ভোরের কাগজকে বলেন, পঙ্কজ ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।
তিনি আরো বলেন, পঙ্কজ ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা আছে। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর তিনি কয়েকবার নিউমোনিয়ায় আক্রান্ত হন। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রথমে আইসিইউতে রাখা হয়। পরে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার চিকিৎসায় হাসপাতালে একটি বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।