তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেয়াই এই সরকারের লক্ষ্য

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৪:৫৮ পিএম



সোমবার রাজধানীর গণভবনে ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি থেকে

সোমবার রাজধানীর গণভবনে ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি থেকে

সোমবার রাজধানীর গণভবনে ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও


তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেয়াই এই সরকারের লক্ষ্য মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ মে) রাজধানীর গণভবনে ত্রিদেশীয় সফর নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এতে প্রধানমন্ত্রী বলেন, জাপান-বাংলাদেশ সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। এসময় তিনি বলেন, ৩০ বিলিয়ন ইয়েন সহায়তার আশ্বাস দিয়েছে জাপান।
আরো পড়ুন: জাপান ৩০ বিলিয়ন ইয়েন সহায়তার আশ্বাস দিয়েছে
ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৫ এপ্রিল টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার জাপানি সমকক্ষ ফুমিও কিসিদার আমন্ত্রণে জাপান সফরে গেছিলেন তিনি।