চিত্রনায়ক ফারুকের ব্যাংকঋণ ৫ হাজার কোটি টাকার তথ্যটি গুজব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৪:৩৭ এএম

চিত্রনায়ক ফারুক। ফাইল ছবি
কয়েক বছর ধরে চিত্রনায়ক ফারুকের ব্যাংকঋণ নিয়ে নানা কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ নানান মত দিচ্ছেন। অনেকেই বলছেন, পাঁচ হাজার কোটি টাকা ব্যাংকঋণ রয়েছে তার। বরেণ্য এ অভিনেতার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বেশ আলোচনা চলছে।
বাংলাদেশ ব্যাংক ও দেশের ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে পাঁচ হাজার কোটি টাকা ঋণের সত্যতা পাওয়া যায়নি। তবে তিনি ঋণখেলাপি এটা সত্য।
তার ঋণের পরিমাণ নিয়ে চিত্রনায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠানের সঙ্গে মুঠোফোনে ব্যাংকঋণ থাকার কথাটি স্বীকার করে বলেছেন, ২৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল। এরপর দুই কোটি টাকা পরিশোধও করা হয়। তবে বিষয়টা নিয়ে কিছুদিনের মধ্যে বিস্তারিত তথ্য সবাইকে জানাতে পারবো।
জানা গেছে, রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক থেকে ২০০৯ সালে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন আকবর হোসেন পাঠান। গাজীপুরে ১১৫ শতাংশ জমির ওপর গড়ে তোলেন ফারুক ডাইং নিটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। ২০১৩ সালে আবারও এই প্রকল্পে ঋণ দেয় সোনালী ব্যাংক।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান আকবর হোসেন পাঠান। ওই সময় বিশেষ বিবেচনায় ঋণটি পুনঃ তফসিল করা হয়। বাংলাদেশ ব্যাংক এতে বিশেষ অনুমতি দেয়।