×

জাতীয়

অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৩, ০৭:০৯ পিএম

অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ

ছবি: সংগৃহীত

   

অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর বিএসটিআই কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। খবর বাসস

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ বলেন, ‘নিয়মিত ব্যবসায়ীদের নিয়ে নানা অভিযোগ আসে। যারা অসাধু ব্যবসায়ী আছেন, তাদেরকে ব্যবসায়ী সংগঠনগুলোর তালিকা থেকে বাদ দিতে হবে। এসব বিষয়ে ব্যবসায়ী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আমরা ব্যবসাবান্ধব সরকার।ব্যবসায়ীদের ছাড়া কোনো সরকার এগিয়ে যেতে পারবে না। আমরা চাই ব্যবসায়ীরা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করুক।’

তিনি বলেন, ‘আমরা সব ব্যবসায়ীকে অসাধু বলতে চাই না। কিন্তু বাজারে অসাধু ব্যবসায়ীদের সংখ্যা কম নয়। দিনে দিনেই পেঁয়াজের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছে। আমরা বিষয়গুলো নজরে রাখছি। আমরা দেখছি, বাজারে ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে। এসব বিষয়ে ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআইকে কাজ করতে হবে।’

শিল্পমন্ত্রী আরো বলেন, ‘খেয়াল রাখতে হবে ব্যবসায়ীরা যেনো হয়রানির শিকার না হয়। তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন। কোনো রকম বিব্রতকর অবস্থায় যেনো না পড়েন সেটিও ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআইকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি পণ্য যেন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সমাদৃত হয়, আপনারা সে বিষয়টি খেয়াল রাখবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App