
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ১০:৫৪ পিএম
আরো পড়ুন
আদাবরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৩, ০২:০৫ পিএম
রাজধানীর আদাবরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের নিরলস পরিশ্রমে বেলা ১টা ৩৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে।
আজ রবিবার (২৮ মে) ফায়ার সার্ভিস জানান, ভবনের দ্বিতীয় তলা থেকে ৩জনকে (২ জন নারী ১ জন পুরুষ) নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
এর আগে, ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে, রবিবার বেলা ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের একটি বাড়ির বেইজমেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১২টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আগুন নির্বাপণে প্রথমে একটি ইউনিট যায়। পরে পর্যায়ক্রমে ৭টি ইউনিট যোগ দেয়।
অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
রাজধানীর আদাবরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের নিরলস পরিশ্রমে বেলা ১টা ৩৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে।
আজ রবিবার (২৮ মে) ফায়ার সার্ভিস জানান, ভবনের দ্বিতীয় তলা থেকে ৩জনকে (২ জন নারী ১ জন পুরুষ) নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
এর আগে, ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে, রবিবার বেলা ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের একটি বাড়ির বেইজমেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১২টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আগুন নির্বাপণে প্রথমে একটি ইউনিট যায়। পরে পর্যায়ক্রমে ৭টি ইউনিট যোগ দেয়।
অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।