×

জাতীয়

৪০ বছরের দণ্ডপ্রাপ্ত এরতাজুলকে জামিন দেননি আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৬:৩৪ পিএম

৪০ বছরের দণ্ডপ্রাপ্ত এরতাজুলকে জামিন দেননি আদালত

ছবি: সংগৃহীত

   

দুদকের দায়ের পৃথক চার মামলায় ১০ বছর করে ৪০ বছরের দণ্ডপ্রাপ্ত উত্তরা ব্যাংকের দারুস সালাম শাখার সাবেক ব্যবস্থাপক খান আহসান এরতাজুল ইসলামকে জামিন দেননি আদালত।

রবিবার (২৮ মে) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এরতাজুল ইসলামের পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন তার আইনজীবী জিয়াউল হাসান জামাল। দুদকের পক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

জানা যায়, ১৮ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৩ সালের ৫ আগস্ট মিরপুর থানায় মামলা করেন দুদকের পরিদর্শক হারুন অর রশিদ। এ মামলায় ২০১৬ সালের ৩০ নভেম্বর তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৮ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ওই দিনে একই ব্যক্তি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করেন। এ মামলায় ২০১৬ সালের ৩১ অক্টোবর তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮৭ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে, ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এরতাজুল ইসলামসহ চার জনের বিরুদ্ধে ২০০৩ সালের ৫ ফেব্রুয়ারি মিরপুর থানায় আরও একটি মামলা করা হয়। ওই মামলায় ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর রায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ২৪ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া ২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হারুন অর রশিদ ২০০৩ সালের ৩০ জানুয়ারি আরেকটি মামলা করেন। এ মামলায় ২০১৬ সালের ২৮ জুন তাকে ১০ বছরের কারাদণ্ড এবং ২ কোটি ২৬ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

গত ২০ এপ্রিল পটুয়াখালী থেকে গ্রেপ্তার হন খান আহসান এরতাজুল ইসলাম। এরপর থেকে তিনি পটুয়াখালীর কারাগারে ছিলেন। পরে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে তাকে ঢাকার আদালতে নিয়ে আসা হয়।

উল্লেখ, ৪ কোটি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা আত্মসাতের মামলায় তাকে ২০১৬ সালের ২৪ এপ্রিল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App