মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজা হওয়া পলাতক দম্পতি গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০২:১৯ পিএম

ছবি: ভোরের কাগজ
মানবপাচার মামলায় একবছর পলাতক থাকা যাবজ্জীবন সাজা হওয়া এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন-জমির মোল্যা (৪০) ও তাসলিমা বেগম (৩৮)। ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শরীয়তপুরে গত ২০১৭ সালের একটি মানবপাচার মামলা রয়েছে। এ মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বছর আদালত তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় দেয়। আর রায় ঘোষনার পর থেকেই এ দম্পতি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন শুরু করে।
তিনি আরো বলেন, তবে পলাতক আসামীদের গ্রেপ্তারে র্যাবের চলমান নজরদারির ফলে গতকাল রবিবার (৪জুন) এ দম্পতিকে আমরা সাভার থানা এলাকা থেকে গ্রেপ্তারে সমর্থ হই।