ওয়ারীতে গ্যাসলাইনের আগুন, দগ্ধ ৬

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১০:০০ এএম

ছবি: সংগৃহীত
ঢাকার ওয়ারীর গ্যাসলাইনে লাগা আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
বুধবার (৭ জুন) রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীর পুরানো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামত চলাকলীন আগুনের সূত্রপাত হয়।
মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ ব্যক্তিরা হলেন হেলাল, মামুন, রশিদ, সোহেল, এনামুল ও সুমন।
তাদের মধ্যে মামুনের শ্যালক প্রিন্স জানান, একটি আবাসন কোম্পানিতে কাজ করছেন মামুন। ওয়ারীর পুরানো থানার পাশে টিপু সুলতান সড়কে তাদের প্রতিষ্ঠানের খননের কাজ চলছিল। তিনি ওই কাজের দেখভাল করছিলেন। এ সময় আগুনে মামুন ও হেলালসহ সেখানে থাকা একজন নিরাপত্তা কর্মী দগ্ধ হন।
এর আগে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
এরশাদ হোসাইন আরও জানান, তিন ঘণ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।