১০ মেগা প্রকল্পের দুটি বাস্তবায়িত, আটটি দ্রুত এগিয়ে চলেছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৫:২৪ পিএম

দেশে বর্তমানে ১০টি মেগা প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প বাস্তিবায়িত হয়েছে এবং অপরাপর আটটি মেগা প্রকণ্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৭ জুন) জাতীয় সংসদে এমপি মমতাজ বেগমের একটি লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, এই ১০ মেগা প্রকল্পের মধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে। কর্ণফুলী নদের তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের অপেক্ষায় আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রজেক্ট কেন্দ্রে, মাতারবাড়ি মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিকাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (প্রথম সংশোধিত) নির্মাণকাজ, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) (দ্বিতীয় সংশোধিত) নির্মাণ, আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ, চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ, পায়রা বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো বা সুবিধাদির উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত), পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষাঙ্গিক সুবিধাদি নির্মাণ (প্রথম সংশোধিত), অন্যান্য মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।