
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৪:৪০ পিএম
আরো পড়ুন
সাহেদের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৯:২৪ পিএম
দুদকের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে এক ব্যাংক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তিনি হলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ও শাহ মখদুম অ্যাভিনিউ শাখার ব্যবস্থাপক শামীমা আক্তার।
বৃহস্পতিবার (৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে সাক্ষ্য দেন তিনি। এছাড়া, পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ জুন দিন ধার্য করেছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
দুদকের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে এক ব্যাংক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তিনি হলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ও শাহ মখদুম অ্যাভিনিউ শাখার ব্যবস্থাপক শামীমা আক্তার।
বৃহস্পতিবার (৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে সাক্ষ্য দেন তিনি। এছাড়া, পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ জুন দিন ধার্য করেছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।