৩০০ আসনে প্রার্থী দেবে গণতন্ত্র বিকাশ মঞ্চ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৩, ০২:৩১ পিএম

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। গণতন্ত্র বিকাশ মঞ্চ এই ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার জন্য সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে এবং সাম্যের রাজনীতি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র বিকাশ মঞ্চ ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
শনিবার (১০ জুন) প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন-১৭ দল নিয়ে গঠিত রাজনৈতিক জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চে’র সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু। গণতন্ত্র বিকাশ মঞ্চ এ আলোচনা সভার আয়োজন করে।
ছালাউদ্দিন ছালু বলেন, এখন ভোট কেন্দ্রে ১৫ থেকে ২০ শতাংশ লোক যাচ্ছে ভোট দিতে। ৮০ শতাংশ লোক ভোট দিতে যাচ্ছে না। আমি এই ভোটারদের অনুরোধ করব, ভোট আপনাদের আমানত। আপনারা যদি ভোট কেন্দ্রে না যান তাহলে আমানতের খেয়ানত করলেন।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে কথা বলতি গিয়ে তিনি বলেন, বাংলার মেহনতি মানুষের জন্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি কোনো কার্যকর প্রভাব ফেলবে না। দুর্নীতিবাজ কর্মকর্তা এবং অসৎ রাজনীতিবিদরাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে আতঙ্কিত। অনেক দেশে যুক্তরাষ্ট্র তাদের এই ভিসা নীতি প্রয়োগ করেছে। কিন্তু তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, রাজনীতিবিদরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পরিবার কেন্দ্রিক হয়েছে। যার উদাহরণ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কাস পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু। তারা তাদের স্ত্রীকে এমপি বানিয়েছেন। এইসব দলের মধ্যে অন্য কোনো নেতা-কর্মী কি নেই? জনগণ থেকে বিচ্ছিন্ন বিধায় সরকারী কর্মকর্তারা এদের মূল্যায়ন করছে না।
বাজেট প্রতিক্রিয়ায় ছালাউদ্দিন ছালু বলেন, কিছুদিন আগে সরকার বাজেট প্রদান করেছে এবং গতানুগতিক ধারা অনুযায়ী বিরোধী দল এর সমালোচনা করেছে এবং সরকারি দল প্রশংসা করেছে। আমি বলতে চাই এটা ঋণ নির্ভর বাজেট। তারপরও যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন-ন্যাশনাল পিপলস পার্টির সাংগঠনিক সম্পাদক কে এম শামসুল আলম, যুগ্ম মহাসচিব মো. জাকির হোসেন ভুইয়া, মো. এমাদুল হক রানা ,সদস্য জহিরুল ইসলাম, গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য হাফেজ মাওলানা মুফতি মোঃ শাহাদাৎ হুসাইন, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের (ডিপিবি) চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য এ্যাড. জাহাঙ্গীর হোসেন খান
এছাড়াও বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ এর চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য খাজা মহিবউল্যাহ শান্তিপুরী, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মো. শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির (বিসিপি) চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান দেশ প্রমুখ।