খালেদা জিয়া বাসায় ফিরবেন বিকেলে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৩:১৩ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা। ছবি: সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শনিবার (১৭ জুন) বিকাল ৫ টায় হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নেয়া হবে।
গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি মিডিয়া উয়িং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড দুপুরে বৈঠক করবে। এরপর ম্যাডাম বাসায় ফিরবেন।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, বিএনপি চেয়ারপারসন এখন অনেকটাই সুস্থ। শরীরে জ্বর ও পেটের ব্যাথাও নেই। সব পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা তাকে বাসায় রেখে চিকিৎসা করার পক্ষে মতামত দেন। বাসায় নেয়ার পর সেখানেই তার প্রয়োজনীয় চিকিৎসা চলবে।
এর আগে সোমবার (১২ জুন) দিনগত রাত সোয়া ১টার দিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া। রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।