৪ জনে ১ জন উচ্চ রক্তচাপে ভুগছেন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০১:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
দেশে প্রতিবছর যত মানুষ মারা যায় তার ৭০ ভাগই অসংক্রামক রোগে। এর মধ্যে উচ্চ রক্তচাপই ২০ ভাগ। অর্থাৎ দেশে প্রতি ৪ জনে ১ জন উচ্চ রক্তচাপে ভুগছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (১৮ জুন) চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির প্রাপ্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আশঙ্কাজনক হারে অসংক্রামক রোগ বাড়ছে। প্রতিবছর যত মানুষ মারা যায় তার ৭০ ভাগই অসংক্রামক রোগে। বায়ু দূষণ, ইট ভাটার ধোঁয়া, খাদ্যে ভেজালসহ নানা কারণে এসব রোগের বিস্তার ঘটছে।
এ জন্য প্রতিরোধ ব্যবস্থায় আমাদের জোর দিতে হবে। প্রান্তিক পর্যায় থেকেই এটি শুরু করতে হবে। এখন পর্যন্ত ৩'শ টি উপজেলায় এনসিডি কর্নার হয়েছে, পর্যায়ক্রমে সব উপজেলায় হবে।