সাপের কামড়ে বছরে সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০২:০৩ পিএম

ফাইল ছবি
দেশে প্রতি বছর প্রায় ৪ দশমিক শূন্য ৩ লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়। তাদের মধ্যে ৭ হাজার ৫১১ জন মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (১৮ জুন) চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির প্রাপ্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের সমীক্ষা অনুসারে, সমস্ত সাপের কামড়ের ঘটনার মধ্যে, এক চতুর্থাংশ বিষাক্ত, যার ১০ দশমিক ৬ শতাংশের শারীরিক এবং ১ দশমিক ৯ শতাংশের মানসিক অক্ষমতা দেখা যায়।
যত সংখ্যক মানুষ সাপের কামড়ের শিকার হয় এর মধ্যে ৯৫ শতাংশ গ্রামীণ এলাকার, এবং নারীদের তুলনায় পুরুষরা ১ দশমিক ৪ গুণ বেশি সাপের কামড়ের ঝুঁকিতে থাকে।
সাপের কামড় এবং মৃত্যুর উচ্চ ঘটনা হার সত্ত্বেও, স্থানীয়ভাবে কোন অ্যান্টিভেনম উৎপাদিত হয় না।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমাদের একটি ভেনম সংগ্রহ কেন্দ্র আছে। এখন আমাদের বিষ প্রতিরোধী উৎপাদনের ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে, বাংলাদেশী জনগোষ্ঠীর মধ্যে ২০২১-২০২২ সালের মধ্যে পরিচালিত বিভিন্ন অসংক্রামক রোগের উপর মোট ১৭টি গবেষণা উপস্থাপন করা হয়।