প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মেয়াদ আরো এক বছর বাড়ল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১১:২২ পিএম


প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে আরো এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপ সচিব মো. রফিকুল ইসলাম প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী উ জুলাই ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
প্রজ্ঞাপনে আরো জানানো হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।