২দিনে ঢাকা ছেড়েছেন অর্ধকোটি সিমধারী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৩, ১০:৪৮ পিএম

ছবি-ভোরের কাগজ
পবিত্র ঈদুল আজহায় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে মঙ্গল ও বুধবার রাজধানী ঢাকা ছেড়েছেন চার মোবাইল অপারেটরের অর্ধকোটি সিম ব্যবহারকারী।
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জানান, ঈদের ছুটিতে গত দুইদিনে অর্থাৎ মঙ্গল ও বুধবার মোট ৫০ লাখ ৪৬ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
এরমধ্যে ২৮ জুন (বুধবার) ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন (মঙ্গলবার) ঢাকা ছেড়েছেন ১৯ লাখ পাঁচ হাজার সিম ব্যবহারকারী।
বুধবার সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের ১৭ লাখ ৬২ হাজার ৬০৭ সিম ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এছাড়া রবি ৪ লাখ ৫৫ হাজার ৪৭৮ জন, বাংলালিংকের ৩ লাখ ৫৫ হাজার ৪৩৯ এবং টেলিটকের ৯১ হাজার ১১৭ সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন।
এর আগে মঙ্গলবার ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন রাজধানী ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন।
এছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০ জন সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরও জানান, শেষ দুই দিনে ঢাকায় প্রবেশ করেছে ১৫ লাখ ১১ হাজার সিম ব্যবহারকারী। তবে একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়।