দুর্ঘটনায় গুরুতর আহত এমপি বাবলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
শুক্রবার (৩০ জুন) নিজ নির্বাচনী এলাকা কদমতলী থেকে জুমার নামাজ আদায় ও এলাকাবাসীর কাছে কুরবানির মাংস বিতরণ শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সূত্র জানিয়েছে, পোস্তগোলায় উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ তার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে। এতে তিনি ডান হাত ও ঘাড়ে গুরুতর আঘাত পান।
তাৎক্ষণিকভাবে তার গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান। এদিকে, খবর পেয়ে আবু হোসেন বাবলাকে হাসপাতালে দেখতে ছুটে আসেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ স্থানীয় জাতীয় পার্টি বিপুল সংখ্যক নেতাকর্মী।
বাবলার প্রেস আ্যান্ড পলিটিক্যাল সচিব সুজন দে ভোরের কাগজকে বলেন, শুক্রবার বিকেল তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাতদিনের বেডরেস্টে (বিশ্রাম) থাকার পর্রামশ দিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, বাবলার গাড়িকে ধাক্কা দেয়া গাড়ির ড্রাইভার (চালক) ও হেলপারকে (চালকের সহযোগী) সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা দুজনে মদ্যপানরত (মাতাল) অবস্থায় ছিল বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।