সরকারি চাকরিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ১১:৩৮ এএম

ফাইল ছবি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উপসহকারী প্রকৌশলী বা নকশাকার পদে ৬৫৬ জনকে নিয়োগ দেবে বলে জানিয়েছে।
জানা যায়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারেন।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী বা নকশাকার
পদসংখ্যা: ৬৫৬
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুরকৌশলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে এবং এখানে।
আবেদন ফি: ৫০০ টাকা।