বংশালের মহিলা হাজতখানা এখন মালামালের গোডাউন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০১৮, ১১:৫৩ এএম

রাজধানীর বংশাল থানায় যেন সমস্যার শেষ নেই। ফজলুল করিম কমিউনিউটি সেন্টারের একটি অংশ ভাড়া নিয়ে খুবই করুণভাবে চলছে থানার কার্যক্রম। একটি থানায় জনসেবা দেয়ার জন্য যেসব বৈশিষ্ট্য থাকা উচিত তার বেশিরভাগই এখানে নেই। জায়গার অভাবে থানার গাড়িগুলো সামনের রাস্তার অর্ধেক দখল করে পার্কিং করা হয়। আটককৃত গাড়িও রাখা হয়েছে খোলা রাস্তায়। থানায় নারী ও শিশুদের জন্য আলাদা কোনো ডেস্ক রাখা হয়নি। এমনকি মহিলাদের জন্য নেই আলাদা হাজতখানাও। মহিলা হাজতখানাটিকে থানার বিভিন্ন মালামাল রাখার গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে ডিউটি অফিসারের কক্ষে বসে রাত কাটাতে হয় নারী আসামিদের। সরজমিনে দেখা যায়, একটি রুমের মধ্যেই কোন রকমে চলছে থানার কার্যক্রম। নেই কোনো পার্কিং ব্যবস্থা। ফলে থানার সব গাড়ি রাখতে হয়েছে সামনের রাস্তায়। এমনকি বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ট্যাংকিও রাখা হয়েছে রাস্তার উপর। থানার পেছনের ও সামনের বারান্দায় জড়ো করে রাখা হয়েছে ময়লার স্ত‚প বনে যাওয়া মোটরসাইকেল। জায়গা সংকটের কারণে রাখা হয়নি নারী ও শিশু ডেস্ক। মহিলা হাজতখানাকে বানানো হয়েছে গোডাউন। ফলে রাতের যদি কোনো মহিলা আসামিকে আটক করা হয় তাহলে তাকে পুরুষ হাজতখানার সামনে অথবা ডিউটি অফিসারের রুমের সামনে পুলিশি পাহারায় রাখা হয়। আগে গাড়ির সংকট থাকলেও সম্প্রতি দুটি গাড়ি দেয়ায় সে সমস্যা আর নেই।
তবে, জনবল ও আবাসিক সমস্যা চরম আকার ধারণ করেছে।
কমিউনিটি সেন্টারের নিচ তলার একাধিক দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, থানার গাড়িগুলো তাদের দোকানের সামনেই রাখা হয়। এতে রাস্তায় জ্যাম সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের বিকিকিনিতেও সমস্যা হয়। কিন্তু থানার গাড়ি হওয়ায় কেউ ভয়ে কিছু বলতে পারে না।
থানা সূত্র জানায়, নবাবপুর, চানখাঁরপুল, গুলিস্তান, ইংলিশ রোডের একাংশ নিয়ে বংশাল থানা গঠিত। প্রতিদিন এই থানায় ৮-১০টি মামলা হয়। যার বেশির ভাগই হারানো জিডি। মামলার মধ্যে মাদক মামলার সংখ্যা বেশি। বর্তমানে থানাটিতে ২৩ জন এসআই ও ২৬ জন এএসআইসহ প্রায় ১০০ জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
বংশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কায়কোবাদ কাজী ভোরের কাগজকে বলেন, কমিউনিটি সেন্টারের জায়গা ভাড়া নিয়ে থানার কার্যক্রম চালানোর জন্য কিছু কিছু সমস্যা রয়েছে। পাশেই থানার ভবন হওয়ার কথা থাকলেও জায়গা নিয়ে মামলা চলায় তা সম্ভব হচ্ছে না। তবে, আমরা সব সময় চেষ্টা করি সবাইকে সর্বোচ্চ সেবা দিতে।