মুগদায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৬:০৬ পিএম

রাজধানীর মুগদায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে শিশুটির পরিবার।
বুধবার (৫ জুলাই) দুপুরে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসানুল্লাহ জানান, শিশুটির পরিবার থাকে মুগদা এলাকায়। একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে শিশুটি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
তার অভিযোগ, গত ১ জুলাই দুপুরে শিশুটির বাবা-মা যখন কাজের জন্য বাসার বাইরে ছিলেন তখন বাসায় একা থাকা শিশুটিকে পাশের বাসার ভাড়াটিয়া রিকশাচালক টিটো মিয়া (৪৩) ডেকে তার রুমে নিয়ে যায়।
সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে। পরবর্তিতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার শিশুটি তার এক বান্ধবীর কাছে ঘটনাটি বলে। তখন সেই শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি বললে পরিবার রাতেই মামলা করেন।
তিনি আরো জানান, অভিযুক্ত টিটো মিয়া (৪৩) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটি ঢামেকের ওসিসিতে ভর্তি আছে।