কাঁচা মরিচের মূল্য তদারকি, গভীর রাতে অভিযান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৮:০৫ এএম

ছবি: ভোরের কাগজ
কাঁচা মরিচের মূল্য ও মজুদ তদারকির লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে।
বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২টি টিম ঢাকা মহানগর এলাকায় বাজার অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, কারওয়ান বাজার, যাত্রাবাড়ী কাঁচা বাজার ও যাত্রাবাড়ী থ্রী স্টার সবজি বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এসময় আভিযানিক দল মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়।
এসময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোন ঘাটতি নেই এবং মূল্য ধীরে ধীরে আরো কমে আসবে।
কারওয়ান বাজারে এক ঘন্টার ব্যবধানে কেজি প্রতি পাইকারি মূল্য ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের ক্যাশ মেমো ঠিক মত প্রদান না করায় ২টি প্রতিষ্ঠানকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।