গণঅধিকার পরিষদের তথ্য পুনঃযাচাই করবে ইসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১২:১৫ পিএম

ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিবের পাল্টাপাল্টি অপসারণের মধ্যেই দলটির কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা সরেজমিন পুনঃযাচাই করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১০ জুলাই) বিকালে পুরানা পল্টনে দলটির অফিসে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরকে তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত থাকতে বলেছে ইসির ‘রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই কমিটি’।
বিবাদমান দুই পক্ষই ইসি সচিবালয়ের এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়েছে।
দুই পক্ষকে চিঠি দিলেও এ পুনঃযাচাইয়ের সঙ্গে গণঅধিকার পরিষদের কোন্দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তথ্য পুনঃযাচাই কমিটির আহ্বায়ক নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) আব্দুছ সালাম।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আমাদের পুনঃযাচাই করতে বলেছে। এটা সঙ্গে দলটির পাল্টাপাল্টি অবস্থানের সঙ্গে সম্পর্ক নেই। আমাদের কাছে আহ্বায়ক-সদস্য সচিব হিসেবে রেজা কিবরিয়া ও নুরুল হক নুর রয়েছে, তাদের দুই পক্ষকে গতবুধবার চিঠি দেওয়া হয়েছে।
উপ-সচিব সালাম জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য তারা ১০ জুলাই পুনঃযাচাই করবেন। এ দিন নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট দলের আহ্বায়ক, সদস্য সচিব ও দপ্তর সম্পাদককে প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ উপস্থিত থাকতে হবে।
উল্লেখ্য, চলতি মাসের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে যেগুলোর তথ্য উপাত্ত সঠিক তাদের নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।