প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত কলাগাছের আঁশ থেকে শাড়ি প্রস্তুতকারী দলের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৭:১৮ পিএম

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন কলাগাছের আঁশ থেকে শাড়ি প্রস্তুতকারী দল। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে গণভবনে কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটি সৌজন্য সাক্ষাত করেন।

প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান শাড়িগুলোর কারিগর মৌলভীবাজারের অঞ্জলী দেবী। এরপর প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।
পরে প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটির সবাইকে উপহার দেন।