ডেমরায় গাড়ির ধাক্কায় যুবক নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১২:১১ পিএম

রাজধানীর ডেমরা রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে ডেমরা রোডে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আলীর ছোট ভাই মো. নাইম জানান, পরিবার নিয়ে তারা থাকেন ডেমরা ধার্মিক পাড়ায়। ডেমরা রোডে ওই কলেজটির সামনে যানবাহন থেকে সিটি করপোরেশনে টোল আদায় করতেন আলী। আজ বুধবার সকাল ৬টায় তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। এর ঘণ্টা খানেক পর খবর পান, কলেজের সামনেই কোন যানবাহন ধাক্কা দিয়েছে তাকে। আহত অবস্থায় রাস্তায় পড়ে আছেন তিনি। তখন ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান আলীকে।
পরবর্তীতে চিকিৎসাধীন মারা যান তিনি। তার বাবার নাম মৃত করিম। ১ ছেলে ও ১ মেয়ের জনক আলী।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, কোন গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটেছে, তা জানাতে পারেনি স্বজনরা। ঘটনাটি যাত্রাবাড়ী থানাধীন। তাদেরকে জানানো হয়েছে।