রাজধানীতে যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ ২৭ জুলাই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৪:৪০ পিএম

যুবলীগের ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশের তারিখ পরিবর্তন হয়েছে। নতুন তারিখ ২৭ জুলাই বৃহস্পতিবার। ওইদিন দুপুর ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার একই জায়গায় সমাবেশটি হওয়ার কথা ছিল। আজ (রবিবার) যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত এ তারিখের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়; যুবলীগের ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ ২৪ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেইটে ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা ও ময়মনসিংহ জেলার সমন্বয়ে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে যেসব জেলা ও মহানগরকে আহ্বান করা হয়েছে সেসব জেলা ও মহানগরীর নেতাদের সমাবেশ সফল করতে সব ধরণের প্রস্তুতি নিতে বলা হয়েছে।