×

জাতীয়

মসজিদ-মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হতে দেয়া যাবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৭:২৬ পিএম

মসজিদ-মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হতে দেয়া যাবে না
   
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, দেশকে জঙ্গিবাদমুক্ত রাখতে হবে। মসজিদ-মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হতে দেয়া যাবে না। সোমবার (২৪ জুলাই) সাঁথিয়ার উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে সামাজিক সকল সূচকেই আমরা দারুণ উন্নতি ঘটিয়েছি। এসব সাফল্যকে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। বাল্যবিয়ে রোধের আমাদের যে সাফল্য তা ধরে রাখতে হবে আমাদের। তিনি আরও বলেন, সাঁথিয়া বেড়ায় যারা মাদক বহন ও বিক্রি করে তাদেরকে আইনের আওতায় নিতে হবে। মাদক গ্রহণকারীদের কাউন্সেলিং করে তাদের এ পথ থেকে ফিরিয়ে আনতে রাজনীতিবীদদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুব সমাজ আমাদের প্রধান সম্পদ। তাঁদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাই ছিল দেশের প্রতিটি মানুষকে সোনার মানুষ হিসেবে গড়ে তোলা। জনগণের কল্যাণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে মন্তব্য করেন-ডেপুটি স্পিকার। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই জনগণের জন্য কাজ করে এসেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষ অবাধে চলাফেরা করতে পারছে। প্রধানমন্ত্রী সকলের অধিকার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। দেশে কোন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে দেয়া যাবেনা। জনগণের কল্যাণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। বেড়ার বৃশালিখায় ডেপুটি স্পিকারের বাসভবনে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় শামসুল হক টুকু বলেন, আওয়ামী লীগ জনগণের দল। দেশের উন্নয়নে কাজ করে, ব্যক্তির পাওয়া না পাওয়া এখানে মুখ্য নয়। দেশের উন্নয়নের স্বার্থে কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। জনবান্ধব সরকারকে আবারও বিজয়ী করার জন্য শ্রম দিতে হবে। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোযার, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান সহ নির্বাচিত প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App