স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ সভাপতি সাচ্চু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১২:১০ এএম

বৃহস্পতিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় স্বেচ্ছাসেবক লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারমুক্ত ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। ছবি: পিএমও
ভারমুক্ত হয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ সভাপতি হলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাচ্চুকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ একবছর ভারপ্রাপ্ত থাকার পর পূর্ণ দায়িত্ব পেলেন তিনি। আগামী সম্মেলন পর্যন্ত সভাপতি হিসেবে এই দায়িত্ব পালন করবেন তিনি।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের অকাল মৃত্যুতে সংগঠনের সাচ্চু ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান গত বছরের জুলাইয়ে।