আ.লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশ শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০৩:০৮ পিএম


শুক্রবার ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে জমায়েৎ হয় লাখো জনতা। ছবি: ভোরের কাগজ



শুক্রবার ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে জমায়েৎ হয় লাখো জনতা। ছবি: ভোরের কাগজ


আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ঢাকা বিভাগীয় সমাবেশ শান্তি সমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেল তিনটার কিছু পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পশ্চিম গেটে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন-আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করা হয়। সমাবেশে উদ্ধোধনী বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। যৌথভাবে সমাবেশের সঞ্চালনা করছেন-যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত আছেন, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলটির জাতীয় নেতৃবৃন্দ।
সমাবেশে তিন সংগঠনের শীর্ষ নেতারা সহ ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসছেন।