রাজধানীতে একাধিক স্থানে পুলিশ-বিএনপি সংঘর্ষ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১১:৪৩ এএম

ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ। ছবি: সংগৃহীত



মাতুয়াইলে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছে। ছবি: ভোরের কাগজ

পুলিশের জলকামানে হামলার চেষ্টা। ছবি: ভোরের কাগজ




শনিবার রাজধানীর একাধিক স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি: ভোরের কাগজ




পুলিশের অনুমতি ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ি, মাতুয়াইল, গাবতলী, আমিনবাজার ও ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি জলকামানে হামলার চেষ্টা করে বিএনপির পিকেটাররা। দলটির স্থায়ী কমিটির কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও আমান উল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। এছাড়া, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আটক করা হয়েছে।
[caption id="attachment_451674" align="aligncenter" width="1600"]
এদিকে, গয়েশ্বর চন্দ্র রায় মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপি অবস্থান নেয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এই মোড়ে বেলা ১১টার দিকে অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ।

গাবতলীতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তরায়ও বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ১৫ মিনিটের মধ্যে উত্তরার ঢাকা-ময়মনসিংহ সড়কের নিয়ন্ত্রণ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে, টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় ও আব্দুল্লাহপুরে চৌকি বসিয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা আশুলিয়া সড়কে বেশ কয়েকটি গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেহ তল্লাশি করা হয়।

সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এদিকে, নয়াবাজার মোড়ে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন।

এদিকে, সকাল থেকে ঢাকার প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। রাজধানীর গাবতলী, আমিনবাজার, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড, বুড়িগঙ্গা সেতুর দক্ষিণপ্রান্ত, কেরানীগঞ্জ, উত্তরাসহ বিভিন্ন প্রবেশমুখে সাজোয়া যান, জলকামান ও প্রিজনভ্যান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।
নির্দেশনা অমান্য করে অবস্থান কর্মসূচি পালন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার এসএম মেহেদী হাসান।