বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১১:২৬ এএম

ছবি: ভোরের কাগজ

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন।
রবিবার (৩০ জুলাই) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলায় এহাজারনামীয় আসামি করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীকে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০/৪০০ নেতাকর্মীকে।
এদের মধ্যে আব্দুস সালাম আজাদসহ পাঁচজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। নিপুণ রায়সহ ১৯ জন পলাতক।