সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মঞ্চ নির্মাণের কাজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১২:৪৪ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মঞ্চ নির্মাণের কাজ। ছবি: ভোরের কাগজ
বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলা ও সরকার দলীয় লোকদের হামলার প্রতিবাদে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। বিকাল তিনটায় শুরু হবে সমাবেশ। এর মধ্যে মঞ্চ নির্মাণ কাজ শুরু করেছে। চারটি পিকঅ্যাপ দিয়ে তৈরি করা হচ্ছে ভ্রাম্যমাণ মঞ্চ।
নয়াপল্টন কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও হঠাৎ গতকাল রাত ১১টার সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয় জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ থেকে সরকার পতনের একদফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপির একটি সূত্র জানায়। জনসমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।