আসল-নকল পর্যবেক্ষক দেখার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৮:১৫ পিএম

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্য থেকে কে আসল বা কে নকল সেটা দেখার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বুধবার (২ আগস্ট) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।
ইসি আলমগীর বলেন, আমাদের বিদেশে কোনো অফিস নাই। আমরা দেশেরটার খোঁজ খবর নিতে পারি। যতখানি সম্ভব খোঁজ নিয়ে তারপর আমরা অনুমোদন দেই। তবে আন্তর্জাতিক সংস্থার কে আসল কে নকল সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। সেটা দেখার দায়িত্ব হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
তিনি বলেন, যেসব দেশ থেকে পর্যবেক্ষকরা আসবে, সেসব দেশের বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েই ভিসা দেবেন। কোনো সংস্থাকে কিন্তু নাম ধরে ডেকে এনে দাওয়াত দেয়া হয় না। আমরা ওপেন বলি যে আপনারা আসেন।
ইসি আলমগীর বলেন, আমরা যেটা চাইবো সেটা হলো, নির্বাচন পর্যবেক্ষণ করার যাদের অভিজ্ঞতা রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন, সেটা ব্যক্তি হোক আর সংস্থা, এ ধরনের অভিজ্ঞ যারা তারাই যেন আসেন। তাহলেই সবার কাছে গ্রহণযোগ্য হবে। তারা সঠিকভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করতে পারবেন। এখন যাদের অভিজ্ঞতা নাই তাদের বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবো।