ডেইলি স্টারের সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১০:২৬ পিএম


ছবি: ভোরের কাগজ
মোহাম্মদপুর থানাধীন শাহজাহান রোডের একটি বাসার আটতলা থেকে রহস্যজনকভাবে পড়ে গৃহকর্মী ফেরদৌসী আহতের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানা মামলা দায়ের হয়েছে। আসামিরা হলেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক(৫৬), তার স্ত্রী তানিয়া খন্দকার (৪৬) ও আসমা আক্তার শিল্পী (৫১)।
রবিবার (৬ আগস্ট) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা। তিনি বলেন, শুক্রবারে রহস্যজনকভাবে আটতলা থেকে পড়ে গৃহকর্মীর ফেরদৌসী আহত হয়। এ ঘটনায় শিশুকে হেফাজতে রেখে ব্যক্তিগত কাজে নিয়োজিত করে নির্যাতন ও অবহেলায় সংগঠিত শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির ঘটনায় মোহাম্মদপুর থানায় বাদী হয় শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক তার স্ত্রী ও শিশুটিকে যিনি এনে দিয়েছিল তার বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। শিশুটির মা জোসনা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।