মদ্যপানে ৩ যুবকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১১:২৮ পিএম

বাড্ডা থানা। ফাইল ছবি
রাজধানীর বাড্ডা থেকে নৌপথে গাজীপুর পিকনিক গিয়ে মদ্যপানে ৩ যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন মনির, হাসান ও সানি।
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, গত শুক্রবার নদীপথে নৌকাযোগে তারা কয়েকজন বন্ধু মিলে গাজীপুর যান পিকনিকে। সেখানে তারা বেশ কয়েকজন মদ্যপান করেন। পরবর্তিতে ঢাকায় ফিরে অসুস্থ হয়ে একে একে তিনজন মারা যান।
তিনি বলেন, পিকনিকে যাওয়া ওই যুবকদের কয়েকজনের বাসা বাড্ডা, কয়েকজনের বাসা ভাটারাসহ আশপাশের এলাকার।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শাকিল মাহমুদ জানান, তিনজনের মধ্যে মনির ও সানির মরদেহ এরই মধ্যে স্বজনরা দাফন করে ফেলেছে। তবে খবর পেয়ে হাসানের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কয়েকজন। তাদের মধ্যে একজন সিয়াম (১৯)। তার বাবা মো. সোহাগ মিয়া জানান, তাদের বাসা বাড্ডার স্বাধীনতা স্মরণীতে। গত শুক্রবার নৌপথে সিয়ামসহ তার বন্ধুরা মিলে গাজীপুরের পূবাইল এলাকায় পিকনিকে গিয়েছিলো। সেখান থেকে ঘুরে বাসায় ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে সিয়াম। পরে তাকে ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তখন জানতে পারেন, পিকনিকে কিছু পান করেছিলো তারা।
তবে মৃত ৩ যুবকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।