×

জাতীয়

জিএম কাদেরকে অব্যাহতির খবর অসত্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৩:২৪ পিএম

জিএম কাদেরকে অব্যাহতির খবর অসত্য
   
জাতীয় পার্টির চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি সংক্রান্ত খবরকে অসত্য বলেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। এ ধরনের মিথ্যা খবরে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহবান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ আগস্ট) জাপা চেয়ারম্যানের প্রেস সচিব-২ খোন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একটি খবর এসেছে, যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। এটি একটি ফেইক নিউজ। জাতীয় পার্টির যে কয়জন কো-চেয়ারম্যানদের নাম ব্যবহার করে নিউজটি করা হয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। কো-চেয়ারম্যানবৃন্দ জানিয়েছেন, তারা এমন কোনো সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি। স্বাক্ষর দেয়ার প্রশ্নই আসে না। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারে না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবে না। জাতীয় পার্টির নেতা-কর্মীরা জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টি থেকে বহিস্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের নাম ব্যবহার করে এমন একটি ফেইক নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই। এদিকে, জিএম কাদেরকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আদেশে স্বাক্ষর করা দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন ভোরের কাগজকে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরই। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। তিনি বলেন, জিএম কাদেরকে তথাকথিত অব্যাহতির বিষয়ে আমি কোনো স্বাক্ষর করিনি। যারা এগুলো করছেন তারা দলকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App