
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৩:১২ এএম
আরো পড়ুন
রাজধানীতে অর্ধকোটি টাকার জালনোটসহ ৪ জন গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
অর্ধকোটি টাকার জালনোটসহ ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে রাজধানীর ডেমরা, খিলগাঁও ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে র্যাব-১০ তাদের গ্রেপ্তার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হকসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ লাখ টাকা মূল্যমানের জাল নোট ও জাল নোট ছাপানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হক রয়েছে।
র্যাব জানায়, বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
রাজধানীতে অর্ধকোটি টাকার জালনোটসহ ৪ জন গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
অর্ধকোটি টাকার জালনোটসহ ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে রাজধানীর ডেমরা, খিলগাঁও ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে র্যাব-১০ তাদের গ্রেপ্তার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হকসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ লাখ টাকা মূল্যমানের জাল নোট ও জাল নোট ছাপানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হক রয়েছে।
র্যাব জানায়, বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।