জিয়া ছিলেন ছদ্মবেশী পাকিস্তানি এজেন্ট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৩:৪৯ পিএম

ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়া (জিয়াউর রহমান) ছিলেন মুক্তিযোদ্ধার ছদ্মবেশধারী পাকিস্তানের এজেন্ট।
তিনি যে পাকিস্তানের এজেন্ট ছিলেন তা বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখলের মধ্য দিয়ে তার কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে।
বুধবার (২৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধুর রক্তের ঋণ : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যার অঙ্গীকার' শীর্ষক শিরোনাম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, খুনি জিয়া ক্ষমতা গ্রহণের পর বঙ্গবন্ধুর হত্যাকারী, রাজাকারদের স্থান দিয়েছিলো মন্ত্রীসভায়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের দেশকে নিয়ে পিছিয়ে নিতে নানান সময়ে ষড়যন্ত্র চলছেই ।
পাকিস্তানের পক্ষে যারা ছিলেন তারা এখনো রাজনীতির বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আগামী নির্বাচনকে নিয়ে তারা নানা ষড়যন্ত্রের জাল বুনছে। এ ষড়যন্ত্রের মাত্রা সামনের দিনগুলোতে আরও বেড়ে যাবে সেজন্য আমাদের সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে নীলদলের সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ এর সভাপতিত্বে আলোচক হিসেবে ছিলেন নীলদলের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও অধ্যাপক ড. আশরাফ উল আলম।
এছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মেফ্তাহুল হাসান।