হাসিনা-জিনপিং বৈঠক অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১০:২৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি

বুধবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুুতুল চীনের প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করেন। ছবি: পিএমও



বুধবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) হোটেল হিলটন সেন্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও
জোহানেসবার্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
[caption id="attachment_458793" align="aligncenter" width="1600"]
প্রসঙ্গত, ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অবস্থান করছেন।
সরকারপ্রধানের বৈঠকের সম্ভাবনার বিষয়ে গত সোমবার জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, চীন আমাদের উন্নয়ন সহযোগী। আমরা অনেক প্রকল্প সই করেছি। আট বছরে এ পর্যন্ত ৪০০ কোটি ডলার পেয়েছি। প্রকল্পগুলো যেন ত্বরান্বিত হয়, এ নিয়ে আলোচনা হতে পারে।
তিনি আরো বলেন, আমরা ঋণের সুদের হার কম চাই। এর ওপর আলোচনা হবে। আমরা বলব, সস্তায় বিবেচনা করলে ভালো হয়। জলবায়ু ইস্যু থাকবে, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ চাই। বাণিজ্য বাড়াতে চাই। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি থাকছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় আমাদেরও অগ্রাধিকার। পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দরকার।