দাবি আদায়ে নীলক্ষেতে শিক্ষার্থীদের ‘বিষপান’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৩:৩৬ পিএম

ছবি: ভোরের কাগজ





রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এক দফা দাবিতে আন্দোলন করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তারা।
রবিবার (২৭ আগস্ট) এ কর্মসূচি পালন করতে গিয়ে সাতজন শিক্ষার্থী’ অসুস্থ হয়ে পড়েছেন।

জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনে যোগ দিয়ে ৭ কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আলম (২৪), তকিবুর রহমান বাপ্পি (২৪), সোনিয়া আক্তার (২৩), মাহফুজ (২৪) ও রাজিবসহ (২২) অজ্ঞাত আরো দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ কেউ বলেছেন, ‘বিষপানে অসুস্থ হয়ে পড়ায়’ ওই পাঁচজনকে হাসপাতালে নিতে হয়েছে। আবার কয়েকজন বলেছেন, ওই ছাত্ররা ‘বিষপানের চেষ্টা’ করেছিলেন, তারা বাধা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “পাঁচজন শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা গরমের থেকে এই অসুস্থ হয়েছেন, না কিছু খেয়েছেন, তা চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করছেন।”
চিকিৎসকরা বলেন, হাসপাতালে আসা শিক্ষার্থীদের কারও অবস্থা গুরুতর নয়।

এর আগে শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএর শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার এক দফা দাবিতে গণ-অনশন করার ঘোষণা দেন।