বিদেশে নেয়ার প্রলোভনে ধর্ষণ, চীনা নাগরিক কারাগারে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৭:৪৯ পিএম

চীনে নিয়ে যাওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চীনা নাগরিক জি সেনের (৫০) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন। এসময় আসামির পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ধর্ষণের শিকার ওই ছাত্রী একটি সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষে পড়াশোনা করেন। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করেন।চীনের নাগরিকের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে ওই ছাত্রীর পরিচয় হয়। এরপর তাকে গত ২৭ আগস্ট একটি কফি শপে নিয়ে যায় আসামিরা।
এরপর তাকে আটকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। পরদিন ২৮ আগস্ট ধর্ষণের অভিযোগে জি সেন ও তার সহযোগী হীরা চাকমাকে রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করে পুলিশ।