রামপুরায় ট্রাকচাপায় যুবক নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১১:০৪ এএম

ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরায় ট্রাকচাপায় এক যুবক নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাত পৌঁনে বারোটার দিকে রামপুরা টিভি সেন্টারের এক নম্বর গেইটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম সাগর ইসলাম (৩২) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা পাথরবাহী একটি লরি রামপুরা টিভি সেন্টারের সামনের ওভারব্রিজের এসে কয়েকটি থামানো রিকশার ওপর তুলে দেয়। এতে, ঘটনাস্থলেই সাগর নামে এক রঙমিস্ত্রীর মৃত্যু হয়।
নিহত সাগর ঢাকার হাজারীবাগের বাসিন্দা। কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি।
রামপুরা থানার ওসি জানান, এই ঘটনায় লরিচালককে আটক ও গাড়ি জব্দ করা হয়েছে।