×

জাতীয়

চট্টগ্রাম থেকে আগরতলা ফ্লাইট চলবে ১৭ সেপ্টেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ পিএম

চট্টগ্রাম থেকে আগরতলা ফ্লাইট চলবে ১৭ সেপ্টেম্বর

ফাইল ছবি

   

চট্টগ্রামের সঙ্গে আকাশপথে যুক্ত হতে চলেছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা।

চলতি মাসেই আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান পরিষেবা চালু হবে।

এর মাধ্যমে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে চট্টগ্রাম-আগরতলা এবং আগরতলা-চট্টগ্রাম রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

জানা যায়, আগরতলা থেকে বাংলাদেশের চট্টগ্রামে প্রথম সরাসরি ফ্লাইটটি চলাচল শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর। আর এর মাধ্যমে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মানচিত্রে যোগ দিতে চলেছে ত্রিপুরা।

ত্রিপুরার বাসিন্দারা বলছেন, বহুদিন ধরে এই সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক।

ত্রিপুরার জনগণ এখন এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান বন্দরনগরী চট্টগ্রামে যেতে পারবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরার ‘ডাবল ইঞ্জিন’সরকারের প্রচেষ্টার ফল হিসেবে এই ফ্লাইট পরিষেবাটি চালু হতে চলেছে। আর এর মাধ্যমে দুর্গা পূজার প্রাক্কালে ত্রিপুরার বাসিন্দাদের অসাধারণ একটি উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এদিকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এবং চট্টগ্রামের মধ্যে ফ্লাইট পরিষেবা পরিচালনার জন্য ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে দায়িত্ব দেয়া হয়েছে বলে ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন।

মন্ত্রী জানান, নতুন এই ফ্লাইট সার্ভিস চালু হলে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত হবে। এছাড়া চট্টগ্রামমুখী এই ফ্লাইটের ভাড়া ৪ হাজার থেকে সাড়ে চার হাজার রুপির মধ্যে থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App