তিনশত আসনেই প্রার্থী দিবে জাতীয় পাটি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম

জাতীয় পাটির মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি বলেন, জোটবদ্ধ না হলে আগামী সংসদ নির্বাচন ৩শ আসনেই জাতীয় পাটি মনোনয়ন দিবে। শনিবার (৯ সেপ্টেম্বর) নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় পার্টির ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দলীয় সরকার এবং কেয়ার টেকার সরকার কেউই সুষ্ঠ নির্বাচন দিতে পারে না। অতীত তা প্রমাণ করেছে। তাই সুষ্ঠ নির্বাচন দিতে হলে একটি ফর্মুলায় আসতে হবে। এ বিষয়ে নেপালের নির্বাচন ব্যবস্থা অনুসরণ করেন।সরকার দল আওয়ামীলীগ সংবিধানের বাহিরে এক পা লড়তে রাজি না।আর বিএনপি র্নিদলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না।কিন্তু অতীত ইতিহাস কেয়ার টেকার বা দলীয় সরকার নিয়ে বির্তক আছে।
তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎ সেক্টরের একি অবস্থা!ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও কিন্তু বিদ্যুৎ নেই। ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।বিদ্যুৎ বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে এমপি সাব বিদ্যুৎ কই!বিদ্যুৎ এর এই অবস্থা কেন। তখন আমি বলি টুকরি দিয়ে বিদ্যুৎ বিক্রি ওয়ালীকে জিজ্ঞেস করুন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি,কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার, নেত্রকোনা জেলা জাতীয় পাটির সভাপতি এডভোকেট লিয়াকত আলীসহ কেন্দ্রীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন ভূঞা। প্রথম পর্বের বক্তব্য শেষে উপজেলা জাতীয় পাটির ত্রি বার্ষিক সম্মেলনে আব্দুল আউয়াল মাষ্টারকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করেন।