চাইল্ড মেসেজ বাংলার একটি আয়োজন যেভাবে বদলে দিয়েছে শিশু অধিকারের চিত্র!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ এএম

ফাইল ছবি
শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলী চিলড্রেনস ফ্রিডম অব স্পিচ (ইইএনসিআরসি থার্টিন) বাস্তবায়নে নিয়ে কাজ করে যে আলোচিত বর্তমান সময়ে। ২০২১ সাল থেকে ২০২৩ বদলে দিয়েছে আরিফের হাত ধরে শিশু অধিকারের চিত্র পুরো বাংলাদেশে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের এই স্বেচ্ছাসেবী বাংলাদেশ সরকার সহ বিশ্ব কে জানান দিতে সক্ষম হয়েছে, শিশুরা মনের কথা বলতে না পারলে কখনোই তাদের সমস্যা সমাধান দিতে পারবে না কেউ।
আয়োজনে অংশ নেওয়া জাতীয় সংসদের এমপি ''জলি" বলেন, শিশু অধিকারকর্মী আরিফের আমন্ত্রনে "চাইল্ড মেসেজ " আয়োজনে অংশগ্রহন আমাকেও পুলকিত করেছে।সপ্তাহে একদিন এখন চেষ্টা করা হয় নির্বাচনী এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমস্যা শুনে সমাধান করার।
আরেক জাতীয় সংসদের এমপি মেরিনা বলেন, শিশু অধিকারকর্মী আরিফের আমন্ত্রনে "চাইল্ড মেসেজ" আয়োজনে অংশ নেয়ার পর বাচ্চাদের মুখোমুখি হয়ে বুঝতে পেরেছি তাদের কথা মহান সংসদে তুলে ধরা কতটা জরুরী।আমি বাচ্চাদের দেওয়া কথা রেখেছি ইতিমধ্যে দুইবার সংসদে আমার বক্তব্য তুলে ধরেছি।শিশু হেল্পলাইন ১০৯৮ কে আরও প্রমোট করতে সরকারের কাছে তুলে ধরেছি।
জানা গেছে, "চাইল্ড মেসেজ " বাংলা বিভাগের আয়োজনে "শুনো আমাদের কথা" অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৮ জন জাতীয় সংসদের সাংসদের মধ্যে ১৭ জন তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সাপ্তাহিকভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমস্যা শুনছেন যেটা শিশু অধিকারকে এগিয়ে নিচ্ছে বলে মনে করেন সমাজ বিশ্লেষকগণ।
ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি'র অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা ও উপ পুলিশ কমিশনার ইব্রাহিম আয়োজনে অংশ নিয়ে জানিয়েছিলেন, এটা নতুন অভিজ্ঞতা যেখানে আরও বেশি শিশুদের সঙ্গে সু-সম্পর্ক তৈরি করা সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীর।
শিশু অধিকারকর্মী আরিফের হাত ধরে শিশু অধিকার কে সন্মান জানিয়ে অংশ নিয়েছেন প্রথমবারের মতো একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা'র সিনিয়র সাংবাদিক সহ ব্যুরো প্রধানগন।তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এপি, এফপি, সিসিটিভি, আল জাজিরা, ফক্স নিউজ, আল আরাবিয়া মতো মিডিয়াগুলো।যেটি বিশ্বে প্রথম কোনও বাংলাদেশির বড় অর্জনই নয় এটি শিশু অধিকারকে বিশ্বব্যাপী এগিয়ে নেয়ার দুয়ারকে উন্মুক্ত করে দিয়েছে।
আরিফ ভোরের কাগজের মুখোমুখি হয়ে বলেন, শিশু অধিকারকে বিশ্বব্যাপী এগিয়ে নিতে সরকারের সহায়তা আমি অত্যন্ত খুশি। তবে! চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজনটি জাতীয় নির্বাচনের পর পুনরায় আবারও শুরু হবে ইনশা আল্লাহ। পাশাপাশি তিনি আরও বলেন, জার্মান থেকে কিছু ব্যবসায়ী বাংলাদেশ সফর করবেন চাইল্ড মেসেজ নিজস্ব অফিসসহ স্পনসর নিয়ে আলোচনা করতে।