সিসিইউ থেকে ফের কেবিনে খালেদা জিয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম

সিসিইউ থেকে ফের কেবিনে খালেদা জিয়া। পুরনো ছবি
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। তবে তাকে ফের কেবিনে আনা হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে খালেদা জিয়ার মেডিকেল স্টাফ সূত্রে এ তথ্য জানা গেছে। বিকেল সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে আবারও কেবিনে ফেরানো হয়।
সূত্র বলছে, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। দুপুর ১২টার দিকে সিসিইউতে নেয়ার পর সেখানে দুই ঘণ্টা রাখা হয়।
এর আগে, ১৮ সেপ্টেম্বর সকালে তাকে সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছিল। গত ৯ আগস্ট সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি ঢাকার এই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।
মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাত, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। পরিপাকতন্ত্রে রক্তপাতের পাশাপাশি তিনি লিভার সিরোসিসেও ভুগছেন।