ঢাকায় পিকআপের ধাক্কায় গাড়িচালকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ এএম

ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ রাসেল (২৯) নামের এক গাড়িচালক নিহত হয়েছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত একটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ফাহিম জানান, রাসেল গাড়িচালক ছিলেন। কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় মুরগি বহনকারী এক পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
রাসেল লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার আবুল কাশেমের ছেলে। পেশাগত কারণে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।