লাইভে এসে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০১:২৬ এএম

ছবি: ভোরের কাগজ
রাজধানীর রামপুরার বনশ্রীতে ফেসবুক লাইভে এসে ছাত্রলীগের এক নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। খালেক সাইফুল্লাহ ফরিদ (২৬) নামে রামপুরা থানা কমিটির এই নেতাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।
রবিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বনশ্রীর ৩ নম্বর রোডের, সি ব্লকের ২৬ নম্বর বাড়ির নিচ তলা থেকে তাকে উদ্ধার করা হয়।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই বাসার নিচ তলায় ভাড়া থাকেন খালেক সাইফুল্লাহ ফরিদ। সেখানে একটি রুমে তার ব্যক্তিগত অফিস। সেই রুমেই তিনি ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেই ফেসবুক লাইভ সিনিয়র এক পুলিশ কর্মকর্তার নজরে এলে তিনিই বিষয়টি থানায় অবগত করেন। তখন দ্রুত থানা থেকে তারা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে ওই ছাত্র নেতাকে নামান। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল নিয়ে যান।
তবে কি কারণে ফরিদ আত্মহত্যার চেষ্টা করেছেন সেটি এখনও জানা যায়নি। তবে আগে তার স্ত্রীর সাথে মনোমালিন্যের ঘটনা ঘটে ছিল। বিস্তারিত জানার চেষ্টা চলছে।