×

জাতীয়

দুদকের মামলায় সাবেক বিমানবালার কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৩৩ পিএম

দুদকের মামলায় সাবেক বিমানবালার কারাদণ্ড

ছবি: ভোরের কাগজ

   

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অবসরপ্রাপ্ত বিমানবালা নাজমীন সিদ্দিক শোভাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মামলা চলাকালে আসামির হাজতবাসকালীন সময় সাজার মেয়াদ হতে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার বিভাগ স্পেশাল জজ এস.এম জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

জানা যায়, আসামি নাজমীন সিদ্দিক (শোভা) ১৯৮৮ সালে বাংলাদেশ বিমানে চাকুরীতে যোগদান করেন এবং ২০০৭ সালে জুনিয়র পার্সার (বিমানবালা) হিসেবে অবসরে যান।

মামলার সূত্রে জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ২০১৬ সালের ২২ নভেম্বর আসামি শোভার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় বাদী আসামির বিরুদ্ধে ৫৭ লক্ষ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনেন। এ সম্পদ অর্জনপূর্বক আসামি তা নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

২০১৫ সালের তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। এতে দেখা যায়, নাজমীন সিদ্দিক শোভার নামে ৫৭ লক্ষ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

এ মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ২৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১১ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App