×

জাতীয়

অক্টোবরেই প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পিএম

অক্টোবরেই প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি
   

প্রতিশ্রুতি অনুযায়ী চলতি অক্টোবর মাসেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পাশাপাশি সংখ্যালঘু স্বার্থবান্ধব অন্যান্য অঙ্গীকারগুলোও বাস্তবায়নের দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার (৬ অক্টোবর) এ দাবির প্রেক্ষিতে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, রংপুর, গাইবান্ধা, ফেণী, ঝিনাইদহ, সাতক্ষীরা, সুনামগঞ্জ, খুলনা, পিরোজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সংগঠনের সাবেক সভাপতি ঊষাতন তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট রাণা দাশগুপ্ত, ঐক্য পরিষদের সিনিয়র নেতা এবং মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ। এছাড়া বক্তব্য রাখেন ঐক্য পরিষদের ঢাকা দক্ষিণের সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাসসহ ঐক্য পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

এ সময় ঐক্য পরিষদের নেতারা বলেন, ২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঐক্য পরিষদের গণঅনশন ও গণঅবস্থান চলাকালে সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

সেখানে তিনি তার বক্তব্যে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারসমূহ বাস্তবায়নে যে অঙ্গীকার করেছিলেন তা চলতি অক্টোবর মাসেই যথাযথ বাস্তবায়ন করে সংখ্যালঘু জনমনে আস্থার ভাব তৈরির জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে।

এর আগে পহেলা অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে সরকারি দলের সংখ্যালঘু-বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশের তারিখ পরিবর্তন করে ঐক্য পরিষদ। ৬ অক্টোবরের পরিবর্তে সেই সমাবেশের তারিখ নির্ধারণ করা হয় ৪ নভেম্বর।

সমাবেশের তারিখ পেছানোর কারণ জানতে চাইলে ওই দিন রাণা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে কবির বিন আনোয়ার আগামী অক্টোবর মাসের মধ্যেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করার আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, ২০১৮ সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো নিয়ে বর্তমান সরকারের কাজ চলমান রয়েছে।

প্রতিশ্রুতিগুলোর মধ্যে তিনটি আইনের কথা তিনি উল্লেখ করে দাশগুপ্ত জানান, বৈষম্য বিলোপ আইন সংসদের স্ট্যান্ডিং কমিটিতে আছে। দেবোত্তর সম্পত্তি আইনটি ধর্ম মন্ত্রণালয়ে আছে ও সংখ্যালঘু কমিশন গঠনের কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সে কারণেই সরকার সবার আগে কমিশন গঠনের পদক্ষেপ নিয়েছে। অক্টোবরের মধ্যেই এই কমিশন গঠন করা হবে। এই সময়টুকু আমরা অপেক্ষা করতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App